করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে জনমনে বাড়ছে আতঙ্ক

করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে জনমনে বাড়ছে আতঙ্ক
প্রকাশিত

ডেঙ্গুর চোখ রাঙানির মধ্যেই করোনার প্রকোপ। এরই মধ্যে শনাক্ত হচ্ছে চিকুনগুনিয়াও। তিন রোগের লক্ষণ প্রায় একই হওয়ায় জনমনে বাড়ছে আতঙ্ক। তবে উদ্বিগ্ন না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞের।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৫ জনের মৃত্যুতে জনমনে বাড়ছে উদ্বেগ। যদিও চিকিৎসকরা বলছেন, এখনও উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি হয়নি। যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই হার্ট, কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন আগে থেকেই।

জানা যায়, ডিএনসিসি কোভিড হাসপাতালে মারা যাওয়া দুই রোগী ছিলেন অন্য রোগে আক্রান্ত। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৫ জন, যার মধ্যে সাতজনেরই লাগছে আইসিইউ সাপোর্ট।

এদিকে করোনার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। সেইসঙ্গে যুক্ত হয়েছে চিকুনগুনিয়া। তিন রোগের লক্ষণ প্রায় একই ধরণের হওয়ায় বিড়ম্বনায় পড়ছেন অনেকে। চিকিৎসকরা বলছেন, যেকোনো লক্ষণেই নিতে হবে পরামর্শ।

সবশেষ একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৯ জন। আর চলতি বছর করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com