জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চাইল ভেনিজুয়েলা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চাইল ভেনিজুয়েলা
প্রকাশিত

ভেনিজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছে ভেনিজুয়েলা।

টেলিগ্রামে দেয়া এক বার্তায় ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী গিল পিন্টো জানান, এ বিষয়ে জাতিসংঘে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো এ তথ্য নিশ্চিত করেছেন।

টেলিগ্রামে দেয়া এক বার্তায় গিল পিন্টো জানান, এ বিষয়ে জাতিসংঘে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, জনগণের শক্তির বিরুদ্ধে কোনো কাপুরুষোচিত হামলাই টিকে থাকতে পারবে না। শেষ পর্যন্ত জনগণই বিজয়ী হবে।

এর আগে রাষ্ট্রীয় টিভি চ্যানেল ভিটিভি ভেনিজুয়েলায় দেয়া এক অডিও বার্তায় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির অবস্থান অজানা বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস। তিনি জানিয়েছেন, নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন—সে সম্পর্কে সরকারের কোনো ধারণা নেই।

এদিকে, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশ থেকে ‘ধরা হয়েছে’ এবং ‍‍`তুলে আনা হয়েছে’। একটি বড় সামরিক কর্মসূচির মাধ্যমে মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের কথাও জানান ট্রাম্প।

খবর- সিএনএন

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com