

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজঝিয়ায় মঙ্গলবার গভীর রাতে রুশ বাহিনীর ব্যাপক ড্রোন হামলায় একাধিক স্থানে আগুন লাগে এবং অন্তত ১৯ জন আহত হয়।
আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ টেলিগ্রামে জানান, হামলায় বেশ কয়েকটি দোকান ধ্বংস হয়েছে এবং ৩১টি অ্যাপার্টমেন্ট ভবন ও ২০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আটজন।
ফেদোরভ বলেন, ‘১২টি স্থানে উদ্ধার অভিযান চলছে। জরুরি সেবা, জাতীয় পুলিশ ও চিকিৎসা দল সর্বোচ্চ প্রস্তুতিতে কাজ করছে।’ অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দমকলকর্মীরা উঁচু ভবনের আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন এবং রাস্তাজুড়ে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাতে দেশজুড়ে চালানো হামলায় রাশিয়া ৯০টি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর মধ্যে ৭২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
জাপোরিজঝিয়া অঞ্চলের বড় অংশ রুশ বাহিনীর দখলে রয়েছে এবং সাম্প্রতিক সময়ে তারা অগ্রগতি অর্জন করেছে। তবে একই নামের শহরটি এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে। রুশ নিয়ন্ত্রিত এলাকার প্রশাসক ইভগেনি বেলিৎসকি দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী তাদের নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালিয়েছে। তাঁর ভাষ্যমতে, এতে ওই এলাকায় প্রায় ৪০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
সূত্র: রয়টার্স