
গ্রহণযোগ্য শর্তে গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনার শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (২১ আগস্ট) গাজায় যুদ্ধরত সেনাদের সাথে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেন তিনি।
মূলত, আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই গাজা সিটি দখলের নামে চলছে ইসরায়েলি বর্বরতা। প্রায় দুই বছরের যুদ্ধে এমনিতেই চরম বিপর্যস্ত ফিলিস্তিনিরা। তারওপর উপত্যকার অন্যতম জনবহুল এলাকায় নতুন করে হামলার জেরে আরও শোচনীয় পরিস্থিতির শঙ্কা জাতিসংঘের। ইসরায়েলের সামরিক বাহিনীর এক গোপন ডাটাবেজ থেকে জানা গেছে, গাজায় নিহতদের মধ্যে ৮৩ শতাংশই বেসামরিক।
নেতানিয়াহু জানান, গাজা সিটি দখলের পরিকল্পনায় এখনও অটল তেলআবিব। সেটি পূরণে রিজার্ভ ও নিয়মিত সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, গাজা সিটি দখল এবং হামাসকে পরাজিত করার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যে রিজার্ভ ও নিয়মিত সেনাদের প্রতি কৃতজ্ঞ। সেইসাথে, বাদবাকি জিম্মির মুক্তি এবং গ্রহণযোগ্য শর্তে গাজায় যুদ্ধের শেষ করতে অবিলম্বে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছি।
গাজা সিটি দখলের চূড়ান্ত পরিকল্পনার অনুমোদনও দেন নেতানিয়াহু। সোমবার মধ্যস্থতাকারী মিশর ও কাতারের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয় হামাস।
উল্লেখ্য, যুদ্ধবিরতির আলোচনা শুরুর নির্দেশ দিলেও, এখন পর্যন্ত মিসর কিংবা দোহায় কোনো প্রতিনিধি পাঠায়নি দেশটি। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম অবশ্য দাবি করেছে, আলোচনার নতুন স্থান নির্ধারণ হলে সেখানে প্রতিনিধি পাঠাবেন নেতানিয়াহু।