উইন্ডসর ক্যাসেলে ট্রাম্প-এপস্টেইনের ছবি টানানোয় গ্রেফতার ৪

উইন্ডসর ক্যাসেলে ট্রাম্প-এপস্টেইনের ছবি টানানোয় গ্রেফতার ৪
প্রকাশিত

যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেলের দেয়ালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কুখ্যাত নারী নিপীড়নকারী প্রয়াত জেফরি এপস্টেইনের যৌথ ছবি টানিয়েছে বিক্ষোভকারীরা। ট্রাম্পের ব্রিটেন সফরের সময় রাজা তৃতীয় চার্লস তাকে এখানেই স্বাগত জানাবেন বলে প্রস্তুতি চলছে।

তবে ট্রাম্প ও এপস্টেইনের ছবি টানানোর ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ট্রাম্প গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে যুক্তরাজ্যে পৌঁছান। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) তাকে উইন্ডসর ক্যাসেলে স্বাগত জানাবেন রাজা তৃতীয় চার্লস। জায়গাটি লন্ডন শহর থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) পশ্চিমে অবস্থিত।

আমেরিকার প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন জেফরি এপস্টেইন। কিন্তু ব্যবসার আড়ালে ইতিহাসের অন্যতম বড় যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন তিনি। শিশুদের যৌন নির্যাতন, যৌন ব্যবসার জন্য নারী পাচার, নাবালিকা পাচার ও নাবালিকাদের উপর যৌন নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

ক্যারিবীয় অঞ্চলের ভার্জিন আইল্যান্ডের কাছে ছোট্ট একটি দ্বীপের মালিকানা ছিল তার। যা ছিল এপস্টেইনের গোপন আস্তানা। অভিযোগ, তরুণী ও অল্প বয়সি মেয়েদের জোরপূর্বক এখানে নিয়ে গিয়ে বিকৃত যৌনাচারে বাধ্য করা হত। যৌন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীরা।

২০১৯ সালে গ্রেফতার করা হয় এপস্টেইনকে। কিন্তু ম্যানহাটন জেলের বন্দি থাকাকালীন তার রহস্যজনক মৃত্যু হয়। তবে কারা কর্তৃপক্ষ সেটাকে আত্মহত্যা বলে অভিহিত করেন। এপস্টেইনের মৃত্যুর পরও চর্চা বন্ধ হয়নি। সম্প্রতি নানা সময়ে জেফরি এপস্টেইনের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বহু প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা সামনে এসেছে।

সেই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন থেকে বিজ্ঞানী স্টিফেন হকিং, যুক্তরাজ্যের প্রিন্স অ্যান্ড্রু, মার্কিন ব্যবসায়ী বিল গেটস, খ্যাতনামা সংগীতশিল্পী মাইকেল জ্যাকসন থেকে গুগলের ল্যারি পেজসহ অনেকের নাম রয়েছে। তবে এদের কারও বিরুদ্ধে এখনও মামলা হয়নি।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকালে বিক্ষোভকারীরারা উইন্ডসর প্রাসাদের কাছে ট্রাম্প ও এপস্টেনের ছবি সম্বলিত এক বিশাল ব্যানার টাঙিয়ে দেয়। এরপর রাতে প্রাসাদটির টাওয়ারগুলোর দেয়ালে তাদের আরও বেশ কিছু ছবি প্রদর্শন করে তারা। ছবি টানানোর বিষয়টির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। তাতে ক্যাপশনে লেখা হয়, ‘হে ডোনাল্ড, উইন্ডসর ক্যাসলে স্বাগতম।’

এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। টেমস ভেলি পুলিশ জানিয়েছে, ‘উইন্ডসরে একটি পাবলিক প্রদর্শনীর পর বিদ্বেষপূর্ণ যোগাযোগের সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে।’ পুলিশ ঘটনাটিকে ‘জনসাধারণ ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য করা দুঃসাহসিক কাজ’ বলে বর্ণনা করেছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com