

রাশিয়া ইউক্রেনের ওপর তাদের নতুন ‘ওরেশনিক’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার পর আজ সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
শুক্রবার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অংশ হিসেবে পশ্চিম ইউক্রেনের একটি লক্ষ্যবস্তুতে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় কিয়েভে অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২০ জনের বেশি। একই সঙ্গে তীব্র শীতের মধ্যে প্রায় ছয় হাজার অ্যাপার্টমেন্ট ভবনে গরমের ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
রাশিয়ার দাবি, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার চেষ্টার জবাবে প্রতিশোধমূলক হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে কিয়েভ এ অভিযোগ অস্বীকার করেছে।
ইউরোপীয় দেশগুলো রাশিয়ার সর্বশেষ এই হামলাকে ‘স্পষ্ট উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। তাদের মতে, এ হামলার উদ্দেশ্য ইউক্রেনের জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, পুতিন যুক্তরাষ্ট্রকে ভয় পান, তবে ইউরোপকে নয়। ইউরোপে উদ্বেগ সৃষ্টি করতে পারে—এমন মন্তব্যে ট্রাম্প আরও বলেন, নিকোলাস মাদুরোকে আটক করার মতো কোনো অভিযানের আদলে রুশ প্রেসিডেন্টকে ধরার কোনো মিশন “প্রয়োজনীয় হবে না।”
সূত্র- The Independent