মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে ইসরায়েলই সবচেয়ে বড় বাধা- এরদোয়ান

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে ইসরায়েলই সবচেয়ে বড় বাধা- এরদোয়ান
প্রকাশিত

ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর বিশেষ শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েলের নেতানিয়াহু সরকারকে আঞ্চলিক শান্তির সবচেয়ে বড় বাধা হিসেবে আখ্যায়িত করেছেন।

সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে এরদোয়ান বলেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারই এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় অন্তরায়। আমি ইসরায়েলের ওপর প্রভাব রয়েছে—এমন দেশগুলোকে আহ্বান জানাচ্ছি, তারা যেন এই রাষ্ট্রের বিষাক্ত প্রচার ও উসকানিতে কান না দেয়।”

তিনি আরও বলেন, “সমস্যার সমাধান যুদ্ধ নয়, বরং সংলাপের মাধ্যমেই খুঁজে বের করতে হবে।”

এরদোয়ান ইরান, গাজা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ইসরায়েলি হামলার প্রসঙ্গ টেনে বলেন, এসব আগ্রাসী পদক্ষেপ শুধু সংঘাত বাড়ায়, শান্তির পথে দেয়াল তৈরি করে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সংযম ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ওআইসি সম্মেলনে ফিলিস্তিন সংকট, ইসরায়েল-ইরান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ঘিরে সদস্য রাষ্ট্রগুলো আলোচনায় অংশ নেয়। সম্মেলনে মুসলিম বিশ্বের ঐক্য এবং শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

 সূত্র: আলজাজিরা

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com