হামলার ভয়ে ‘গোপন স্থানে’ মন্ত্রিসভার বৈঠক করবেন নেতানিয়াহু!

হামলার ভয়ে ‘গোপন স্থানে’ মন্ত্রিসভার বৈঠক করবেন নেতানিয়াহু!
প্রকাশিত

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের প্রধানমন্ত্রীকে হত্যা এবং হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্রকে লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা হামলার আশঙ্কা করছে ইসরাইল। এই অবস্থায় একটি গোপন স্থানে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক করবেন ইসরাইলের মন্ত্রিসভা।

রোববার (৩১ আগস্ট) ইসরাইলি সংবাদমাধ্যম কেএএনের বরাত দিয়ে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে বৃহস্পতিবারের হামলায় ইয়েমেনের হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতা নিহত হয়েছেন।

এ ঘটনার পর হুতিরা প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে।

এক ভিডিও বার্তায় হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল-মাশাত বলেন, ‘আমরা প্রতিশোধ নেব, ক্ষতের গভীর থেকে বিজয় অর্জন করব।

এদিকে শনিবার রাতে আইডিএফ এবং শিন বেট এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটি এলাকায় হামাসের একজন ঊর্ধ্বতন সদস্যকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গাজা সিটিতে হামাসের এক ‘গুরুত্বপূর্ণ সদস্যকে’ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আর বিস্তারিত কিছু জানানো না হলেও একাধিক হিব্রু সংবাদমাধ্যম জানিয়েছে, হামাসের দীর্ঘদিনের মুখপাত্র হুদায়ফা সামির আবদুল্লাহ আল-কাহলৌতকে (আবু ওবায়দা নামেই পরিচিত) লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, এ হামলায় তারা নির্ভুল গোলাবারুদ, আকাশপথে নজরদারি ও অতিরিক্ত গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com