

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শান্তির জন্য ইউক্রেনের কোনো তাড়াহুড়ো নেই। তবে যদি তারা তাদের সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধান করতে না চায়, তাহলে মস্কো শক্তি প্রয়োগের মাধ্যমে তার সমস্ত লক্ষ্য অর্জন করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক মন্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার (২৭ ডিসেম্বর) এ কথা বলেন পুতিন।
যুদ্ধ থামাতে রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি-চুক্তির শর্ত দেখে বেঁকে বসেছেন। আজ রোববার (২৮ ডিস্বেবর) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। তার আগেই ইউক্রেনে আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়া।
শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে অন্তত একজন নিহত এবং আরও অন্তত ২২ জন আহত হন। একটি শহর বিদ্যুৎহীন হয়ে পড়ে। এই হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের জেলেনস্কি বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা রাশিয়ার, যেখানে কিয়েভ শান্তি চায়। জেলেনস্কির এই মন্তব্যের পরই পুতিনের মন্তব্য সামনে আসে।
এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ভ্লাদিমির জেলেনস্কির প্রশাসন এবং তার পশ্চিমা মিত্ররা গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত নয়। তাসকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে ভ্লাদিমির জেলেনস্কির প্রশাসন এবং তার ইউরোপীয় পরিচালকরা গঠনমূলক আলোচনায় অংশ নিতে প্রস্তুত নয়।’
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও ‘জেলেনস্কির এই প্রশাসন আমাদের দেশের বেসামরিক অবকাঠামোয় নাশকতার মাধ্যমে বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করছে।’ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মাত্র তিন ঘণ্টায় ইউক্রেন রাশিয়ায় ১১১টি ড্রোন ছুড়েছে। যার সবগুলো ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে মস্কোর আকাশেই ধ্বংস করা হয়েছে আটটি ড্রোন।
তথ্যসূত্র: তাস