গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেলো ৫১ ফিলিস্তিনির

গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেলো ৫১ ফিলিস্তিনির
প্রকাশিত

গাজায় আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল। অভিযানের পরিধি ও মাত্রা বাড়িয়েছে গাজা সিটিতে। নির্বিচার হামলায় উপত্যকায় প্রাণ গেছে আরও ৫১ জনের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খান ইউনিসে কুয়েত ফিল্ড হাসপাতালের সামনে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। মৃত্যু হয়েছে ৩ জনের। আহত ২১ জন। একই শহরে অপর এক হামলায় প্রাণ গেছে ৬ জনের। ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণকেন্দ্রে গুলিতে মারা গেছে কমপক্ষে ১২ জন।

গাজা সিটি দখলে বিমান হামলার পাশাপাশি ট্যাংক নিয়ে চলছে পদাতিক সেনাদের স্থল অভিযান। অঞ্চলটিতে হামলার তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনা ইসরায়েলি বাহিনীর। আটকা পড়ে আছে প্রায় ১০ লাখ মানুষ।

এদিকে, গাজায় অনাহারে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এদের মধ্যে দুই শিশু রয়েছে। এই নিয়ে গাজায় অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৩ জনে।

গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ঘটেছে ৬৩ হাজারের কাছাকাছি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com