রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ১৬০ জন আলেমের এ কাফেলা। আলেমদের এ সফরটি এক আত্মিক পুনর্জাগরণ ছিলো বলে মনে করেন তারা।
১৬০ আলেমের এ কাফেলার নেতৃত্ব দেন শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. ও শায়েখ আসলাম মক্কির খলিফা, দায়ি, আধ্যাত্বিক রাহবার, মাওলানা কামাল উদ্দীন শিহাব কাসেমী।
তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা মদিনায় গমন করেন সালেকিন ও মুহিব্বিন আলেমদের একটি দল। এই সফরের মাধ্যমে আলেমগণ ইসলামের মূলনীতি, মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা ও ইসলামি মূল্যবোধকে আরও মজবুত করার প্রত্যয় নিয়ে আজ রোববার দুপুরে দেশে ফিরে আসেন।
তিনি বলেন, ‘ওমরাহ একটি বিশেষ ধরনের আত্মিক সফর, যা আমাদের মনে শান্তি ও স্থিরতা এনে দেয়। তাই আমরা ১৬০ জনের বিশাল এক উলামাকাফেলা আল্লাহর দরবারে হাজিরা দিতে গিয়েছি।’
এ সফরে অংশ নেয়া দারুল উলূম মাহমুদিয়া ঢাকার প্রিন্সিপাল ও রেডিও একাত্তরের আলোচক ও উপস্থাপক মাওলানা মামুন চৌধুরী বলেন, ‘এ ওমরাহ সফরের বিশেষত্ব ছিলো ওমরাহর পরিপূর্ণ হক আদায় করা। বিশেষ করে মোবাইল, ইন্টারনেট ও দুনিয়াবি সব কাজ থেকে বিরত থেকে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ণাঙ্গ ইত্বেবা-অনুসরণ আর আল্লাহকে রাজি খুশি করা।’
এই সফরে অংশগ্রহণকারী অন্যান্য আলেমগণ দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আমরা সকলেই মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তরসূরী। আমাদের দায়িত্ব হলো ইসলামের সঠিক বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেয়া।’ তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘এই সফরের মাধ্যমে আমরা নতুন উদ্যম ও ঈমানি শক্তি নিয়ে দেশে ফিরে এসেছি।’
আলেমগণের এই সফরটি তাদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করেন। এই বরকতময় সফরের কারণে তারা আশা প্রকাশ করেছেন যে, তাদের প্রচেষ্টা দেশের মুসলিম সমাজকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে সাহায্য করবে। দেশবাসীর প্রতি তাদের আহ্বান, ইসলামের মুল্যবোধ ও নৈতিকতা অনুসরণ করে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে আসা। আল্লাহ তাআলা এই কাফেলার সফরকে কবুল করুন এবং সকলকে সঠিক পথে পরিচালিত করুন, এটাই সকলের প্রত্যাশা।