প্রথমবারের মতো ইউক্রেনের প্রধান সরকারি ভবনে হামলা চালাল রাশিয়া

প্রথমবারের মতো ইউক্রেনের প্রধান সরকারি ভবনে হামলা চালাল রাশিয়া
প্রকাশিত

ইউক্রেনে রাশিয়ার হামলায় কিয়েভের প্রধান সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাতভর চালানো রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হয় ভবনটি।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইউক্রেনের রাজধানীকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর সময় প্রধান ভবন থেকে ধোঁয়া এবং বিস্ফোরণ হতে দেখা যায়।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ শহরেও আক্রমণ হয়েছে। এতে তিনটি অবকাঠামোগত স্থাপনায় আঘাত করা হয়।

যুদ্ধবিরতি চুক্তির পর ইউক্রেনে শান্তিরক্ষী সেনা পাঠানোর পশ্চিমা প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করতে এই হামলাগুলো চালানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

এদিকে, ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের ক্ষেত্রে এটি একটি নতুন মোড় কারণ এর আগে কখনও কিয়েভের সরকারি ভবনে আঘাত হানেনি রাশিয়া।

এছাড়া রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো শহরের কেন্দ্রস্থলে আঘাত করা খুবই বিরল, কারণ এই অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, এটি একটি প্রতীকী ধর্মঘট। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, ভ্লাদিমির পুতিনের শান্তির জন্য প্রস্তুত থাকার বিষয়টি লোক দেখানো। তিনি থামছেন না। পরিবর্তে, রাশিয়া তার আক্রমণ তীব্রতর করছে।

এদিকে, শহরের অন্যান্য স্থানেও বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে হামলা হয়েছে এবং আংশিকভাবে তা ধ্বংস হয়েছে। এতে হতাহতের ঘটনাও ঘটে বলে জানানো হয়।

২০২২ সালে মস্কো দেশটিতে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম ভবনটি হামলার শিকার হলো।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com