গাজার ‘শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পোপ লিও
BSS Online

গাজার ‘শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পোপ লিও

প্রকাশিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত প্রস্তাবিত ‘শান্তির বোর্ডে’ যোগদানের জন্য পোপ লিওকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ভ্যাটিকানের শীর্ষ কূটনৈতিক কর্মকর্তা কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কার্ডিনাল প্যারোলিন বলেন, পোপ লিও আমন্ত্রণটি পেয়েছেন এবং বিষয়টি বর্তমানে মূল্যায়নাধীন।

তিনি আরও বলেন, “পোপ একটি আমন্ত্রণ পেয়েছেন। আমরা কী করবো, তা নিয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত নেওয়ার আগে এ বিষয়ে সময় নিয়ে ভাবা প্রয়োজন।”

পোপ লিও ইতিহাসের প্রথম মার্কিন নাগরিক পোপ। তিনি এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের কয়েকটি নীতি ও অবস্থানের সমালোচনা করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

বিশ্বের প্রায় ১৪০ কোটি ক্যাথলিক খ্রিস্টানের ধর্মীয় নেতা হিসেবে পোপ সাধারণত আন্তর্জাতিক কোনো বোর্ড বা কমিটিতে সরাসরি যুক্ত হন না। তবে ভ্যাটিকানের রয়েছে একটি বিস্তৃত ও সক্রিয় কূটনৈতিক পরিষেবা।

অন্যদিকে ভ্যাটিকান জাতিসংঘে একটি স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে নিয়মিত অংশগ্রহণ করে এবং বিশ্ব শান্তি ও মানবিক সংকট বিষয়ে মতামত জানিয়ে থাকে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com