১ হাজার ছাড়াল ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত

১ হাজার ছাড়াল ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত
প্রকাশিত

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। দেশটির উদ্ধার কর্মীরা শনিবার এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত দুই সপ্তাহ ধরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে টানা ভারী বৃষ্টি ও বন্যার কারণে এই দুর্যোগ দেখা দেয়।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, সর্বশেষ হিসাব অনুযায়ী, বন্যায় এ পর্যন্ত ১ হাজার ৩ জন প্রাণ হারানোর পাশাপাশি ২১৮ জন নিখোঁজ রয়েছেন।

দুর্যোগকবলিত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে অব্যাহত বৃষ্টি ও দুর্গম পরিস্থিতির কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com