বিএসএফকে লক্ষ্য করে পাকিস্তানি বাহিনীর গুলি, সীমান্তে উচ্চ সতর্কতা

বিএসএফকে লক্ষ্য করে পাকিস্তানি বাহিনীর গুলি, সীমান্তে উচ্চ সতর্কতা

ফাইল ছবি

প্রকাশিত

জম্মুতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি বাহিনী ‘বিনা উস্কানিতে’ গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বুধবারের (১১ সেপ্টেম্বর) এ ঘটনায় বিএসএফের এক জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা পিটিআই-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা এলওসির ওপার থেকে বিনা উস্কানিতে গুলি চালানোয় পাকিস্তানি রেঞ্জারদের ‘উপযুক্ত জবাব’ (পাল্টা হামলা) দিয়েছে। তবে অপরপক্ষে (পাকিস্তানে) তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিএসএফের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে পিটিআই বলেছে, ‘রাত ২টা ৩৫ মিনিটের দিকে সীমান্তের ওপার থেকে আখনুর এলাকায় বিনা উস্কানিতে গুলি চালানোর একটি ঘটনা ঘটে। বিএসএফ এর যথাযথ জবাব দিয়েছে। পাকিস্তানি বাহিনীর গুলিতে একজন বিএসএফ জওয়ান আহত হয়েছে। 

তিনি আরও জানান, পাকিস্তানি বাহিনীর আক্রমণের পর আন্তর্জাতিক সীমান্ত এবং এলওসি বরাবর ভারতীয় সেনাদের উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি নবায়ন করার পর, ২০২১ সাল থেকে এই চুক্তি লঙ্ঘনের তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে গত বছর রামগড় সেক্টরে পাকিস্তানি বাহিনীর গুলিতে এক বিএসএফ কর্মী নিহত হন, যা ছিল তিন বছরেরও বেশি সময়ের মধ্যে ভারতের দিক থেকে প্রথম হতাহতের ঘটনা। 

জম্মু ও কাশ্মীর ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো যখন বিধানসভা নির্বাচনের জন্য ভোট দেয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক নতুন করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটল।

সূত্র: ইন্ডিয়া টুডে  

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com