ভারতীয় বিমান বাহিনীর শো দেখতে এসে ৫ জনের মৃত্যু, আহত ৫০

ভারতীয় বিমান বাহিনীর শো দেখতে এসে ৫ জনের মৃত্যু, আহত ৫০

এয়ার শো দেখতে সৈকতের খোলা জায়গায় জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। ছবি: সংগৃহীত

প্রকাশিত

ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) প্রদর্শনী দেখতে এসে ৫ জনের মুত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫০ জন। রোববার ( ৬ অক্টোবর) এয়ার শো দেখতে চেন্নাইয়ের মেরিনা সমুদ্র সৈকতে জড়ো হয়েছিলেন হাজার হাজার দর্শক। ডিহাইড্রেশন ও ক্লাকিন্তজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দুর্বল ব্যবস্থাপনার কারণে এমটি ঘটেছে। অনুষ্ঠানে উপস্থিত হওয়া দর্শকরা জানিয়েছেন, প্রচণ্ড ভীড় সামলানোর মতো যথাযথ ব্যবস্থা না থাকা, ট্র্যাফিক পরিকল্পনার অভাব এবং পর্যাপ্ত গণপরিবহনের সংকট ছিল অনুষ্ঠানস্থলে। 

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, সমুদ্র সৈকতের সামনে একজন এবং অপর চারজন ঘটনাস্থলের আশেপাশে মারা গেছেন।

অনুষ্ঠানটি সমুদ্র সৈকতের একটি খোলা জায়গায় শুরু হয় সকাল ১১ টায়। চলে দুপুর ১টা পর্যন্ত।

হাজার হাজার দর্শক যারা এই প্রদর্শনীটি দেখতে এসছিলেন তাদের অনেককে কড়া রোদের মধ্যে কমপক্ষে ২ থেকে ৩ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে।


নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারী কর্মকর্তা জানান, ‘৫০ জনেরও বেশি মানুষ ডিহাইড্রেশন এবং ক্লান্তির কথা জানানোর পর তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আইএএফের ৯২তম বার্ষিকী উদযাপনের জন্য মেরিনা বিচে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com