রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইস্যুতে ন্যাটো ও ইইউর কঠোর সমালোচনা ট্রাম্পের

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইস্যুতে ন্যাটো ও ইইউর কঠোর সমালোচনা ট্রাম্পের
প্রকাশিত

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া ইস্যুতে এবার ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ক্ষোভ জানিয়ে ট্রাম্প বলেন, মস্কোর ওপর কঠোর হওয়া উচিত ন্যাটো এবং এর সদস্য দেশগুলোর। অথচ এসব দেশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। তাদের আরোপকৃত নিষেধাজ্ঞাগুলো যথেষ্ট কঠোর নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময়, ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার তেল কেনার অভিযোগও করেন মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউরোপ রাশিয়া থেকে তেল কিনছে। আমি চাই না তারা তেল কিনুক। তারা যে নিষেধাজ্ঞাগুলি আরোপ করছে তা যথেষ্ট কঠোর নয়। আমি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চাই। তবে এর সাথে সামঞ্জস্য রেখে তাদের নিষেধাজ্ঞাগুলোও কঠোর করতে হবে। এ সময়, ন্যাটো এবং ইইউভুক্ত দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধের শর্তও দেন তিনি।

তিনি আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেস্কির মধ্যে মধ্যস্থতার জন্য শীঘ্রই বৈঠকের আয়োজন করা। যদিও এই পদক্ষেপ বাস্তবায়নে রাজি নয় মস্কো এবং কিয়েভ। তাই এটি অত্যন্ত কঠিন হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com