কাতারে হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

কাতারে হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
প্রকাশিত

কাতারে ইসরায়েলি হামলা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার প্রধান ক্রেতাদের ওপর শুল্ক আরোপের আহ্বানের জেরে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ব্রেন্ট ক্রুডের দাম এদিন ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ৬৭ ডলার হয়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৬১ সেন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৩.২৪ ডলারে।

ওএএনডিএ-এর সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওং মনে করেন, কাতারে ইসরায়েলের নজিরবিহীন হামলা মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ নিয়ে নতুন আশঙ্কা তৈরি করেছে। তিনি সতর্ক করে বলেন, যদি ওপেকপ্লাসের তেল স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়, তবে তাৎক্ষণিকভাবে তীব্র সরবরাহ সংকট দেখা দিতে পারে।

ইসরায়েলের দাবি, হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতৃত্ব। তবে কাতারের প্রধানমন্ত্রী একে শান্তি আলোচনার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন। হামলার খবর ছড়িয়ে পড়ার পর বাজারে তেলের দাম প্রথমে প্রায় ২ শতাংশ বেড়ে যায়।

যদিও পরে যুক্তরাষ্ট্র দোহাকে আশ্বস্ত করে যে এ ধরনের ঘটনা আর ঘটবে না এবং সরবরাহে কোনো তাৎক্ষণিক বিঘ্ন না ঘটায় দাম আবার স্থিতিশীল হয়ে পড়ে।

এদিকে চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এর মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করছেন তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com