থাইল্যান্ড -কম্বোডিয়া সীমান্তে পাল্টাপাল্টি হামলার দাবি

থাইল্যান্ড -কম্বোডিয়া সীমান্তে পাল্টাপাল্টি হামলার দাবি
প্রকাশিত

কম্বোডিয়া এবং থাইল্যান্ড উভয়েই বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলার দাবি করেছে।

রোববার (২৭ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের যুদ্ধবিরতিতে একমত হওয়ার কথা বলার কয়েক ঘন্টা পরই এই হামলা চালানো হয়। খবর রয়টার্সের।

কম্বোডিয়া বলেছে, তারা ট্রাম্পের তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বানকে সম্পূর্ণরূপে সমর্থন করেছে। অন্যদিকে, থাইল্যান্ড বলেছে, তারা মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞ। তবে কম্বোডিয়া থাইল্যান্ডের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে, নমপেন এই দাবি অস্বীকার করেছে।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘আমি মাননীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট করে বলেছি, কম্বোডিয়া দুই সশস্ত্র বাহিনীর মধ্যে তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে একমত।’

এদিকে, কম্বোডিয়া আরও জানিয়েছে, রোববার ভোরে থাইল্যান্ড শত্রুতা শুরু করে এবং থাই বাহিনী সীমান্তে জড়ো হচ্ছে। অন্যদিকে, থাইল্যান্ডের দাবি, তাদের ওপর কম্বোডিয়া হামলা করেছে এবং তারা এর জবাব দিয়েছে।

অন্যদিকে, সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে যাওয়ার আগে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই সাংবাদিকদের বলেন, ‘আমাদের শর্ত হলো আমরা তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ চাই না কিন্তু তার (ট্রাম্পের) উদ্বেগের জন্য আমরা কৃতজ্ঞ।’

ফুমথাম বলেন, ‘আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব করেছি যাতে যুদ্ধবিরতি এবং সৈন্য ও দূরপাল্লার অস্ত্র প্রত্যাহারের শর্তাবলী চূড়ান্ত করা যায়।’

চার দিন আগে দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশী দুই দেশের মধ্যে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই শুরু হয়। চার দিনের সংঘাতে নিহতের সংখ্যা ৩০ জনেরও বেশি হয়ে গেছে, যার মধ্যে থাইল্যান্ডে ১৩ জন এবং কম্বোডিয়ায় আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ২০০,০০০ এরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com