প্রায় ১৪ মাস পর চাল রফতানির নিষেধাজ্ঞা তুলল ভারত

প্রায় ১৪ মাস পর চাল রফতানির নিষেধাজ্ঞা তুলল ভারত

২০২৩ সালের ২০ জুলাই বিশ্ববাজারে চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। ছবি: রয়টার্স

প্রকাশিত

চাল রফতানিতে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়েছে ভারত। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এ বিষয়ে এক নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

২০২৩ সালের ২০ জুলাই বিশ্ববাজারে চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। সে সময় দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়, অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এবং দাম নিয়ন্ত্রণে আনতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

প্রায় ১৪ মাস পর সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো। সেই সঙ্গে রফতানি শুল্কও কমানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রফতানি শুল্কের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামানো হয়েছে।

এই নির্দেশনার অধীনে বাসমতি নয় এমন সব ধরনের চাল রফতানি করতে পারবেন দেশটির রফতানিকারকরা। সরকারের এই সিদ্ধাভারতন্তকে স্বাগত জানিয়েছেন তারা।

চাল রফতানিকারক সুরজ আগরওয়াল বলেন, ‘বাসমতি ছাড়া অন্যান্য চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার ভারতের এই সাহসী সিদ্ধান্ত কৃষি খাতের জন্য একটি গেম-চেঞ্জার।’

তিনি আরও বলেন,‘কৌশলগত এই পদক্ষেপ শুধু রফতানিকারকদের আয়কেই বাড়িয়ে তুলবে না বরং, কৃষকদের ক্ষমতায়ও করবে।’

আরেক চাল রফতানিকারক কেশব কেআর হালদার সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন। এর আগে তিনি সরকারের কাছে অবিলম্বে এই নিষেধাজ্ঞার প্রত্যাহার চেয়েছিলেন।
 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com