'আমরা এখন মৃত্যু চাই': রোগীর চাপে ভেঙে পড়ছে গাজার হাসপাতালগুলো

'আমরা এখন মৃত্যু চাই': রোগীর চাপে ভেঙে পড়ছে গাজার হাসপাতালগুলো
প্রকাশিত

মধ্য গাজার আল-আকসা হাসপাতালে আহতদের চিকিৎসার চাপ এবং ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা এক ভয়াবহ রূপ নিয়েছে। হাসপাতালের প্রতিটি কোণ রোগীতে পরিপূর্ণ এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন আম্মার আল-ঘাব্দুর আল জাজিরাকে বলেন, 'আমরা সার্বক্ষণিক যন্ত্রণার মধ্যে আছি, এবং ডাক্তার বা নার্সরা আমাদের জন্য তেমন কিছুই করতে পারছেন না। আমরা অত্যন্ত হতাশ, ক্লান্ত এবং পরিশ্রান্ত। এখন আমরা মৃত্যুই কামনা করি।'

হাসপাতালের করিডোর এবং মেঝেতেও রোগীদের রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, এই হাসপাতালটি যে ধারণক্ষমতার জন্য তৈরি করা হয়েছিল, তার চেয়ে বহুগুণ বেশি রোগীর চিকিৎসা করতে হচ্ছে তাদের।

হাসপাতালের ভেতরে জায়গা না হওয়ায় বাইরে তাঁবু খাটিয়ে অস্থায়ী ওয়ার্ড তৈরি করা হয়েছে। কিন্তু তাতেও সংকট কমেনি, বরং নেই তাঁবুগুলোও রোগীর চাপে ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

আল জাজিরার প্রতিবেদক হিন্দ খৌদারি জানান, 'এই তাঁবুগুলোর ভেতরে চিকিৎসকরা সামান্য কিছু সরঞ্জাম নিয়ে কাজ করছেন। আমরা গুরুতর জখম, ভাঙা হাড়ের রোগী এমনকি জরুরি অস্ত্রোপচারও কাপড়ের তাঁবুর নিচে হতে দেখেছি, কারণ হাসপাতালের ভেতরের প্রতিটি বিছানা রোগীতে পূর্ণ।'

আরেকজন বাস্তুচ্যুত বাসিন্দা, মুহাম্মদ তুর্ক বলেন, 'ভেতরে কোনো জায়গা নেই, তাই তাঁবুতেই সবকিছু করতে হচ্ছে।'

মেডিকেল টিমগুলো জানাচ্ছে যে তারা প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র সংকটে ভুগছে। জীবনরক্ষাকারী ঔষধ কুরিয়ে আসছে এবং চিকিৎসকের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম।

বাস্তুচ্যুত পরিবারগুলো নিরাপত্তার আশায় দক্ষিণে পাড়ি জমিয়েছিল। কিন্তু তার পরিবর্তে, তারা এমন এক হাসপাতালের সম্মুখীন হয়েছে যা আহতদের ক্রমবর্ধমান স্রোত এবং চাহিদা সামলাতে পুরোপুরি অক্ষম।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com