মায়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের ঘোষণা

মায়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের ঘোষণা
প্রকাশিত

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা দেশটিতে নির্বাচন আয়োজনের জন্য একটি ১১ সদস্যের নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। এর নেতৃত্বে থাকবেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। সূত্র: রয়টার্স।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনের আগেই জরুরি অবস্থা তুলে নেওয়া হচ্ছে বলে জানা গেছে, তবে নির্বাচনের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। মিন অং হ্লাইং বুধবার জানিয়েছেন, নির্বাচন আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এটি হবে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন, যা দেশজুড়ে গৃহযুদ্ধ ও বিশৃঙ্খলার সূত্রপাত করেছিল।

রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি জানায়, মিন অং হ্লাইং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্বেও থাকবেন এবং সেই ক্ষমতায় থেকেই তিনি নির্বাচন তদারকি করবেন। একইসঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

সমালোচকরা বলছেন, এই ঘোষণার মাধ্যমে মূলত জান্তাপ্রধান মিন অং হ্লাইং-ই সব ক্ষমতা হাতে রেখেছেন এবং নির্বাচনী প্রক্রিয়া তার পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করেছিল। তিন বছরের বেশি সময় পর তা প্রত্যাহারের এই ঘোষণা আসল।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com