শ্রীলঙ্কা সেনাবাহিনীর নতুন চিফ অব স্টাফ কপিলা ডোলাগে

শ্রীলঙ্কা সেনাবাহিনীর নতুন চিফ অব স্টাফ কপিলা ডোলাগে
প্রকাশিত

শ্রীলঙ্কা সেনাবাহিনীর ৬৭তম চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শ্রীলঙ্কা ইঞ্জিনিয়ার্স কর্পসের মেজর জেনারেল কপিলা ডোলাগে।

শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম আদা ডেরানা জানিয়েছে, আজ (২৬ জুন) বৃহস্পতিবার থেকে শ্রীলঙ্কা সেনাবাহিনীর নতুন চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব নিচ্ছেন কপিলা ডোলাগে। তিনি শ্রীলঙ্কার একজন গর্বিত সামরিক কর্মকর্তা, যিনি ৩৩ বছরেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে সামরিক দায়িত্ব পালন করে আসছেন।

তিনি ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কা আর্মি ভলান্টিয়ার ফোর্সের ৬০তম কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি তিনি শ্রীলঙ্কা আর্মি মেডিক্যাল কর্পসের ১৪তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।ডোলাগে একজন যুদ্ধে অভিজ্ঞ সেনানায়ক, যিনি ইঞ্জিনিয়ার্স কর্পসের মাধ্যমে সামরিক প্রশিক্ষণে দক্ষতা অর্জন করেন।

১৯৯০ সালের ৯ জানুয়ারি তিনি ক্যাডেট ইনটেক ৩৩-এর অধীনে শ্রীলঙ্কা সেনাবাহিনীতে যোগ দেন এবং ডিয়াতালাওয়ায় অবস্থিত শ্রীলঙ্কা মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। সেখানে তিনি ‘প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড’ (মেধা তালিকায় প্রথম) এবং ‘স্যোর্ড অব অনার’ (সর্বোত্তম ক্যাডেট) লাভ করেন।

তার সামরিক কর্মজীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষণ–এই তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্বে সুনিপুণ দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি ফিল্ড ইঞ্জিনিয়ার এবং ইনফ্যান্ট্রি–উভয় ভূমিকায় ট্রুপ কমান্ডার, স্কোয়াড্রন কমান্ডার ও কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডোলাগে বিভিন্ন সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক ও কৌশলগত অধ্যয়ন বিষয়ে বক্তৃতা দিয়ে থাকেন। শ্রীলঙ্কা সেনাবাহিনীরর প্রতি তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘উত্তম সেবা পদক’সহ একাধিক সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com