প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র

প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র
প্রকাশিত

বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পর, এবার নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এনডিটিভিসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের দেয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে সহিংস বিক্ষোভের পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল।

তবে তার পদত্যাগের বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে নেপালের কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পদত্যাগ করার আগেই সেনাবাহিনী প্রধানের সাথে কথা বলেছিলেন কেপি শর্মা ওলি এবং পরিস্থিতির অবনতিশীলতার দায়িত্ব নেয়ার জন্য তাকে অনুরোধও করেন।

খবরে আরও দাবি করা হয়, ওলির অনুরোধের জবাবে জেনারেল সিগডেল বলেন যে, তিনি (ওলি) ক্ষমতা ছাড়লেই কেবল সেনাবাহিনী দেশকে স্থিতিশীল করতে পারবে। সেনাবাহিনীর সূত্র আরও জানিয়েছে, কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর ‘সেনাবাহিনী হস্তক্ষেপ করতে প্রস্তুত’।

তবে আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত হওয়া যায়নি।

ইতোমধ্যে, বালুওয়াতারে নিজের সরকারি বাসভবন থেকে নিরাপদে বেরিয়ে আসা এবং দেশ ত্যাগের জন্য ওলি সেনাবাহিনীর সহায়তাও চেয়েছেন বলে জানা গেছে।

সূত্রের দাবি, পদত্যাগের পর ওলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন, যেখানে বেসরকারি বিমান সংস্থা হিমালয় এয়ারলাইন্সকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com