‘ইতিহাসে আপনার নাম খোদাই হয়ে থাকবে’: নেতানিয়াহু

‘ইতিহাসে আপনার নাম খোদাই হয়ে থাকবে’: নেতানিয়াহু
প্রকাশিত

ইসরায়েলের জিম্মিদের ফিরিয়ে আনতে ভূমিকার জন্য নেতানিয়াহু ট্রাম্পের প্রশংসা করে বলেছেন, ‘আমাদের জনগণের ইতিহাসে আপনার নাম খোদাই করা থাকবে।’ সোমবার (১৩ অক্টোবর) ইসরয়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেয়ার সময় এ কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভাষণের আগে নেতানিয়াহুর দেয়া ভাষণে ইসরয়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মানবতার ইতিহাসে আপনি ইতিমধ্যেই খোদাই হয়ে আছেন।’ মঞ্চে তার পাশে বসে থাকা ট্রাম্পকে বলেন, ‘আমরা আমাদের বন্ধুদের সবসময় মনে রাখার চেষ্টা করি। আমাদের বাকি জিম্মিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ এবং নির্ধারক ভূমিকা আমরা জানি।’ নেতানিয়াহু বলেন, ‘ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প, ধন্যবাদ।’

নেসেট ভাষণে নেতানিয়াহু আরও বেশ কয়েকটি কারণে ট্রাম্পকে ধন্যবাদ জানান। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য, মার্কিন দূতাবাসকে রাজধানীতে স্থানান্তর করার জন্য, গোলান হাইটসের উপর ইসরাইলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়ার জন্য, জাতিসংঘে ইসরাইলের পক্ষে দাঁড়ানোর জন্য, এছাড়া পশ্চিম তীরে ইসরাইলি অধিকারকে স্বীকৃতি দেয়াসহ আব্রাহাম চুক্তির মধ্যস্থতা করার জন্যও তিনি ধন্যবাদ জানান।

তিনি বলেন, হোয়াইট হাউসে ইসরাইলের সবচেয়ে ভালো বন্ধু হলেন ডনাল্ড ট্রাম্প। তার মতো এত কিছু ইসরাইলের জন্য কেউ কখনও করেনি বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: দ্যা জেরুজালেম পোস্ট

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com