ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা ‘বিপজ্জনক নজির’: চীন

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা ‘বিপজ্জনক নজির’: চীন
প্রকাশিত

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া, পাকিস্তান এবং আলজেরিয়া।

শুক্রবার (২০ জুন) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানান দেশগুলোর প্রতিনিধিরা। একইসঙ্গে সতর্ক করে বলেছেন, এই হামলা আঞ্চলিক শান্তির জন্য বড় ধরনের হুমকি।

ইরান ইস্যুতে চীন, পাকিস্তান, রাশিয়া এবং আলজেরিয়ার অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে দেয়ার বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং বলেন, পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগে ইসরাইলের ‘যত দ্রুত সম্ভব অস্ত্র বিরতি ঘোষণা করা উচিত’।

ফু কং বলেন, ইসরাইলের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা একটি ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে, যার ফলাফল ‘বিপর্যয়কর হতে পারে’।

চীনের দূত আরও বলেন, পারমাণবিক ইস্যুটি অবশ্যই ‘সংলাপ ও আলোচনার পথে ফিরিয়ে আনা’ প্রয়োজন।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেনে, ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এসব হামলা আমাদেরকে একটি অদৃশ্য পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।’

তিনি সতর্ক করে বলেন, নিরাপত্তা পরিষদ এই হামলার দায় এড়াতে পারে না এবং পরিস্থিতিটি বস্তুনিষ্ঠভাবে মূল্যায়ন করতে হবে। তিনি আরও বলেন, পারমাণবিক স্থাপনাগুলোকে হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করা যাবে না। ইসরাইলকে অবিলম্বে ইরানের ওপর আক্রমণ এবং অভিযান বন্ধ করার আহ্বান জানান তিনি।

এসময় জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইরানের ইসরাইলের অযৌক্তিক ও অবৈধ আগ্রাসনের তীব্র নিন্দা জানান। রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ বলেন, ইসলামাবাদ তেহরানের ওপর ইসরাইলের সামরিক হামলার তীব্র নিন্দা জানায়। এটি সমগ্র অঞ্চল এবং পুরো বিশ্বের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি।

পাকিস্তানি রাষ্ট্রদূত পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইলের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মানবিক সংকটের জন্য ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনা করেন।

এছাড়া আলজেরিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত আমার বেনডজামা ইসরাইলি হামলাকে ‘একটি অপ্রীতিকর এবং অযৌক্তিক কাজ বলে অবিহিত করেন। এ ঘটনাকে জাতিসংঘের সনদের একটি সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com