
চীনের পূর্ব উপকূলীয় শহরে ইরান ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীসহ শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সদস্য দেশগুলোর শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি এবং ইউরোপে ন্যাটো সম্মেলনের প্রেক্ষাপটে বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে।
আজ (২৬ জুন) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, বৈঠকে অংশগ্রহণ করেন চীন, রাশিয়া এবং ইরানের প্রতিরক্ষামন্ত্রীসহ একাধিক দেশের সামরিক নেতৃত্ব। চীনের এই কূটনৈতিক অবস্থান এবং এসসিও-কে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পাল্টা ভারসাম্য রচনার প্রচেষ্টা হিসেবেই দেখছেন পশ্চিমা বিশ্লেষকরা।
এই বৈঠককে বর্তমান বৈশ্বিক বিশৃঙ্খলার প্রেক্ষাপটে একটি বিকল্প শক্তির সমন্বিত উদ্যোগ হিসেবে বর্ণনা করে চীনের প্রতিরক্ষামন্ত্রী দোং জুন বলেন, বিশ্ব আজ গভীর বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। একতরফা সিদ্ধান্ত, সুরক্ষাবাদ এবং আধিপত্য বিস্তারের প্রবণতা আন্তর্জাতিক শৃঙ্খলাকে চরমভাবে ব্যাহত করছে। আমরা একসাথে শান্তিপূর্ণ উন্নয়নের পরিবেশ রক্ষায় আরও সক্রিয় পদক্ষেপ নিতে প্রস্তুত।
বৈঠকের ফাঁকে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সাথে আলাপচারিতায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বেলুসভ বলেন, রাশিয়া-চীনের সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। প্রতিটি ক্ষেত্রে এই সম্পর্ক উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে।