এবার ২০৬ জন বন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন

এবার ২০৬ জন বন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন
প্রকাশিত

রাশিয়া এবং ইউক্রেন দু’দেশই ১০৩ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে। এটি নিশ্চিত করেছে উভয় দেশই। এই বিনিময় চুক্তিতে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। খবর আল জাজিরার।

শনিবার ( ১৪ সেপ্টেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১০৩ জন বন্দি ইউক্রেনীয় সৈন্যকে ছেড়ে দিয়েছে। এর বিনিময়ে ১০৩ জন বন্দি রাশিয়ার সৈন্যকেও ইউক্রেন থেকে ছেড়ে দেয়া হয়েছে।


সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া এক্স-এ এক বিবৃতিতে বলেছে সংযুক্ত আরব আমিরাতের অষ্টমবারের মতো মধ্যস্থতায় দু’দেশ থেকে মোট ২০৬ জন বন্দি বিনিময় সম্পন্ন করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লোকেরা ঘরে রয়েছে। আমরা সফলভাবে রাশিয়ার বন্দীদশা থেকে ইউক্রেনে আরও ১০৩জন যোদ্ধাকে ফিরিয়ে এনেছি।’

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভের নিয়ন্ত্রণে থাকা কুরস্ক অঞ্চলে বন্দি ১০৩ জন রাশিয়ার সৈন্যকে ফিরিয়ে আনা হয়েছে। এর বিনিময়ে ১০৩ জন ইউক্রেনীয় বন্দি সেনাকে ইউক্রেনে ফিরিয়ে দেয়া হয়েছে।

২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর থেকে উভয় পক্ষই মধ্যস্থতাকারীদের মাধ্যমে পর্যায়ক্রমে বন্দি বিনিময় করেছে। যদিও সংঘাতের প্রথম মাস থেকে তাদের মধ্যে কোনো শান্তি আলোচনা হয়নি। 

এর আগে আগস্টে, দুই দেশ ১১৫ জন যুদ্ধবন্দি বিনিময় করেছে। সেখানেও সংযুক্ত আরব আমিরাত মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে।

শনিবার সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রণালয় জানিয়েছে তাদের মধ্যস্থতায়িএখন পর্যন্ত ১৯৯৪ জন বন্দি বিনিময় করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com