গাজা দখলের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা

গাজা দখলের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা
প্রকাশিত

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় যুদ্ধ শেষ করার জন্য পাঁচটি নীতি গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে হামাসকে নিরস্ত্রীকরণ, জীবিত এবং মৃত জিম্মিদের ফিরিয়ে আনা, গাজার নিরস্ত্রীকরণ, ছিটমহলে ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং গাজায় একটি বিকল্প বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা।

শুক্রবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, হামাসকে পরাজিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করেছে নিরাপত্তা মন্ত্রিসভা।

মন্ত্রিসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বিশ্বাস করেন, নিরাপত্তা মন্ত্রিসভায় জমা দেওয়া বিকল্প পরিকল্পনা হামাসের পরাজয় বা ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা নিশ্চিত করবে না বলে জানানো হয় বিবৃতিতে।

তবে কোন বিকল্প পরিকল্পনার কথা বলা হচ্ছে বা কারা এটি জমা দিয়েছে তা স্পষ্ট করা হয়নি বিবৃতিতে।

নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল গাজা শাসন করতে চায় না। আমরা আরব বাহিনীর হাতে গাজাকে হস্তান্তর করতে চাই যারা আমাদের হুমকি দিবে না এবং গাজাবাসীদের একটি ভালো জীবন দিবে। অবশ্যই তা হামাস নয়।

গাজায় মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বৃদ্ধি এবং ইসরায়েলি জনগনের যুদ্ধের বিরোধিতা সত্ত্বেও নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর দখলের জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com