
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, বিশ্বজুড়ে কয়েকটি সংঘাত থামিয়ে দিয়েছেন তিনি— এর মধ্যে সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধও রয়েছে।
তিনি বলেছেন, ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছেন বাণিজ্যের মাধ্যমে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (৩ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
গত ১০ মে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি “সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে। যুদ্ধবিরতির বিষয়ে সেটিই ছিল প্রথম ঘোষণা। এর কয়েক ঘণ্টা পর সত্যি সত্যিই যুদ্ধবিরতি কার্যকর হয়।
এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে বিভিন্ন সময়ে নিজের দাবির বারবার পুনরাবৃত্তি করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।
স্থানীয় সময় রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, রেডিও সঞ্চালক এবং লেখক চারলামাগনে দ্য গড তার সম্পর্কে কিছুই জানেন না, এমনকি এটাও না যে তিনি পাঁচটি যুদ্ধ থামিয়েছেন— যার মধ্যে ৩১ বছরের রক্তক্ষয়ী কঙ্গো-রুয়ান্ডা সংঘাতও রয়েছে, যাতে ৭০ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
ট্রাম্প আরও বলেন, “চারলামাগনে জানে না যে আমি ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি, খোলা সীমান্ত বন্ধ করেছি, কিংবা ইতিহাসের সেরা অর্থনীতি গড়েছি।”
এর একদিন আগেই নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা অনেকগুলো যুদ্ধ মিটিয়ে ফেলেছি... ভারত-পাকিস্তান একটা পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছিল— আমি সেটা থামিয়ে দিয়েছি। থাইল্যান্ড-কাম্বোডিয়া, কঙ্গো-রুয়ান্ডার মতো আরও কয়েকটা যুদ্ধও থামিয়েছি।”
তিনি আরও বলেন, “আমি বাণিজ্যের মাধ্যমে যুদ্ধ থামিয়েছি। আমি বলেছিলাম, ‘তোমরা যুদ্ধ করতে চাও, করো। কিন্তু আমরা কোনও বাণিজ্য চুক্তি করব না’। এরপরই তারা যুদ্ধ থামিয়ে দেয়। আমি মাসে গড়ে একটি করে যুদ্ধ থামিয়েছি। এতে লক্ষ লক্ষ প্রাণ রক্ষা পেয়েছে।”
গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দেন, ১ আগস্ট থেকে ভারতের সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসবে। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ও সামরিক সরঞ্জাম কেনার জন্য অতিরিক্ত জরিমানাও ধার্য করা হবে।
পাকিস্তানের জন্য শুল্ক নির্ধারণ করা হয়েছে ১৯ শতাংশ, যা আগের গত এপ্রিল মাসে ঘোষণা করা ২৯ শতাংশের চেয়ে কম। একই দিন ট্রাম্প জানান, পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিও সম্পন্ন হয়েছে এবং যুক্তরাষ্ট্র ইসলামাবাদের “বিশাল তেল সম্পদ” উন্নয়নে কাজ করবে।
হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প থাইল্যান্ড-কাম্বোডিয়া, ইসরায়েল-ইরান, রুয়ান্ডা-কঙ্গো, ভারত-পাকিস্তান, সার্বিয়া-কসোভো এবং মিসর-ইথিওপিয়ার মধ্যকার সংঘাত বন্ধ করে দিয়েছেন।
তিনি আরও বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ছয় মাসে মাসে অন্তত একটি করে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি চুক্তি করিয়েছেন। তার ভাষায়, “এখনই সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার।”