মুসলিম ব্রাদারহুডের সন্ত্রাসী তালিকাভুক্তি নিয়ে ঘোষণা আসতে পারে: মার্কো রুবিও

মুসলিম ব্রাদারহুডের সন্ত্রাসী তালিকাভুক্তি নিয়ে ঘোষণা আসতে পারে: মার্কো রুবিও

প্রকাশিত

আলোচিত মুসলিম ব্রাদারহুডের বিষয়ে আগামী সপ্তাহে জরুরি কোনো ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।

মার্কো রুবিও বলেন, আগামী সপ্তাহের শুরুতেই মুসলিম ব্রাদারহুডের বিষয়ে কিছু ঘোষণা আসবে। কোনো গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে বা সেই তালিকা থেকে বাদ দিতে অনেকগুলো ধাপ অনুসরণ করতে হয় আমাদের। এগুলো সময়সাপেক্ষ। তবে আমি মনে করি এ বিষয়ে খুব শিগগিরই ঘোষণা আসবে।

এর আগে, গত নভেম্বর মাসে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। যেখানে তার প্রশাসনকে লেবানন, মিশর এবং জর্ডানের মতো দেশে অবস্থিত মুসলিম ব্রাদারহুডের কিছু শাখাকে বিদেশি সন্ত্রাসী সংগঠন এবং বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে মনোনীত করার নির্দেশ দেয়া হয়।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com