
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা সাহসী ও বীরত্বপূর্ণ লড়াই করেছে।
টিআরটি ওয়ার্ল্ডজানিয়েছে, চীনে এক বৈঠকে কিমকে উদ্দেশ করে পুতিন বলেন, ‘আপনার উদ্যোগেই আপনার বিশেষ বাহিনী কুর্স্ক অঞ্চল মুক্ত করার অভিযানে অংশ নেয়। আপনার সৈন্যরা বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে।’
পুতিন আরও বলেন, ‘আপনার সেনাদের আত্মত্যাগ ও তাদের পরিবারের কষ্ট আমরা কখনও ভুলব না। রাশিয়ার জনগণের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। দয়া করে এই শুভেচ্ছা উত্তর কোরিয়ার জনগণের কাছে পৌঁছে দেবেন।’
এর আগে গত আগস্টে কোরিয়া জাপানি শাসন থেকে মুক্তির বার্ষিকীতে পাঠানো এক চিঠিতেও পুতিন ইউক্রেন যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের অবদানের প্রশংসা করেছিলেন। তখন তিনি স্মরণ করিয়ে দেন, কীভাবে সোভিয়েত রেড আর্মি ও উত্তর কোরীয় যোদ্ধারা একসঙ্গে জাপানের ঔপনিবেশিক শাসন শেষ করতে লড়েছিল।
সাম্প্রতিক সময়ে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। গত বছর পুতিন পিয়ংইয়ং সফরে গেলে দুই দেশ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে।
চলতি বছরের এপ্রিলে উত্তর কোরিয়া প্রথমবারের মতো স্বীকার করে, তাদের সেনারা ইউক্রেনের ফ্রন্টলাইনে রুশ বাহিনীর সঙ্গে লড়ছে। দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ২০২৪ সালে পিয়ংইয়ং রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ১০ হাজারের বেশি সেনা পাঠিয়েছে, সঙ্গে দিয়েছে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র ও দীর্ঘপাল্লার রকেট সিস্টেম।
সিউলের তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬০০ উত্তর কোরিয়ার সেনা নিহত হয়েছে এবং আরও কয়েক হাজার আহত হয়েছে।