কনসার্টে সহকর্মীকে আলিঙ্গন: পদত্যাগ করলেন সেই সিইও

কনসার্টে সহকর্মীকে আলিঙ্গন: পদত্যাগ করলেন সেই সিইও
প্রকাশিত

মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি বাইরন পদত্যাগ করেছেন। গতকাল শনিবার প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ঘটনার সূত্রপাত গত বুধবার, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ডদল কোল্ডপ্লের কনসার্টে।

কনসার্ট চলাকালে স্টেডিয়ামের বিশাল পর্দায় (স্ক্রিন) হঠাৎ এক নারী ও এক পুরুষের ছবি ভেসে ওঠে। তাঁরা আলিঙ্গনবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে গানের তালে তালে দুলছিলেন।

ক্যামেরায় ধরা পড়তে দেখে মুহূর্তের মধ্যে তাঁরা লজ্জায় মুখ লুকানোর চেষ্টা করেন। নারীটি ঘুরে গিয়ে হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন, পুরুষটি নিচু হয়ে বসে পড়েন।

এই দৃশ্য দেখে কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন মঞ্চ থেকে বলেন, ‘হয় তাঁরা প্রেম করছেন, নয়তো তাঁরা খুবই লাজুক।’

মুহূর্তটি ধারণ করা ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। টিকটকে পোস্ট করা প্রথম ভিডিওটি কয়েক লাখবার দেখা হয়। পরে ভিডিওটি অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, মিমে পরিণত হয়, টেলিভিশন শোতে হাস্যরসের উপকরণ হয়ে ওঠে।

গতকাল অ্যাস্ট্রোনোমার লিঙ্কডইনে এক বিবৃতিতে বলে, তারা প্রতিষ্ঠানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে আচরণ ও জবাবদিহির যে মানদণ্ড প্রত্যাশা করে, সম্প্রতি সেই মানদণ্ড রক্ষা করা হয়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ‘ইন্টারনেট গোয়েন্দারা’ দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে এই নারী-পুরুষের পরিচয় শনাক্ত করে ফেলেন। জানা যায়, ভিডিওতে থাকা পুরুষটি হচ্ছেন অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন। আর বাইরনের সঙ্গে থাকা নারী তাঁর স্ত্রী নন। তিনি একই প্রতিষ্ঠানের প্রধান জনসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট।

এ ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে গত শুক্রবার অ্যাস্ট্রোনোমারের এক বিবৃতিতে বলা হয়, তারা বাইরনকে ছুটিতে পাঠিয়েছে। তবে তখনো প্রতিষ্ঠানটি নিশ্চিত করেনি যে ভিডিওতে দেখা দুজনই তাদের কর্মী।

পরদিন শনিবার অ্যাস্ট্রোনোমার লিঙ্কডইনে এক বিবৃতিতে বলে, তারা প্রতিষ্ঠানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে আচরণ ও জবাবদিহির যে মানদণ্ড প্রত্যাশা করে, সম্প্রতি সেই মানদণ্ড রক্ষা করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, বাইরন সিইওর পদ থেকে সরে দাঁড়াতে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে। প্রতিষ্ঠানের প্রধান পণ্য কর্মকর্তা পিট ডি-জয় অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

অ্যাস্ট্রোনোমার এক মুখপাত্র বলেছেন, ক্যামেরায় ধরা পড়া দুজনই প্রতিষ্ঠানটির কর্মী।

তবে ক্যাবটের চাকরির অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এই মুখপাত্র।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com