ইসরায়েলের সাথে ২য় দফায় যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: ইরানের প্রেসিডেন্ট

ইসরায়েলের সাথে ২য় দফায় যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: ইরানের প্রেসিডেন্ট
প্রকাশিত

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে। তবে তিনি দাবি করেছেন, এই কর্মসূচি ‘আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে’ বাস্তবায়িত হবে।

এজন্য প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধেও তারা প্রস্তুত। এছাড়া চলমান যুদ্ধবিরতি নিয়ে ইরান তেমন আশাবাদী নয় বলেও জানিয়েছেন তিনি।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে দীর্ঘদিনের উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইইউ ইরানের উপর নিষেধাজ্ঞা জারি রেখেছে। অন্যদিকে, ইরান দাবি করে আসছে যে তার কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

এই সাক্ষাৎকারে পেজেশকিয়ান কঠোর অবস্থান নিলেও কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, ‘আমরা আমাদের সার্বভৌম অধিকার ত্যাগ করব না।’

বিশ্লেষকরা বলছেন, পেজেশকিয়ানের বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরান পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আগ্রহী, কিন্তু পশ্চিমা চাপের মুখে নতি স্বীকার করবে না দেশটি। আগামী দিনগুলোতে এই ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত থাকতে পারে।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের একাধিক পরমাণু স্থাপনা ও বেসামরিক স্থানে হামলা চালায়। পাল্টা হামলায় নামে ইরান। পরে যুক্তরাষ্ট্রও ইরানের পরমাণু স্থাপনায় হামলায় যোগ দেয়। ইরানও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com