ইউক্রেনকে আপাতত টমাহক ক্ষেপণাস্ত্র দিচ্ছে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইউক্রেনকে আপাতত টমাহক ক্ষেপণাস্ত্র দিচ্ছে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
প্রকাশিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইউক্রেনকে দীর্ঘপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের কোনো পরিকল্পনা নেই তার প্রশাসনের।

রোববার (২ নভেম্বর) ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘না, এখনই এমন কোনো পরিকল্পনা নেই।’ তবে তিনি যোগ করেন, ভবিষ্যতে চাইলে সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে।

যুক্তরাষ্ট্র থেকে ন্যাটো দেশগুলোর কাছে টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রি করে পরে সেগুলো ইউক্রেনের হাতে পৌঁছানোর একটি প্রস্তাব ছিল। কিন্তু ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ আরও বাড়াতে চান না।

গত ২২ অক্টোবর হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প এ বিষয়টি নিয়ে আলোচনা করেন। রুটে শুক্রবার বলেন, বিষয়টি এখনো পর্যালোচনায় রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার, যা দিয়ে রাশিয়ার ভেতরের গভীর অঞ্চলে, এমনকি মস্কোতেও আঘাত হানা সম্ভব।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ক্ষেপণাস্ত্র চেয়ে অনুরোধ করেছেন, তবে রাশিয়া সতর্ক করে বলেছে— ইউক্রেনকে টমাহক সরবরাহ করা হলে তা গুরুতর পরিণতি ডেকে আনবে।

সূত্র: রয়টার্স

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com