‘ইসরাইল এমন শক্তি ব্যবহার করবে যা সে কখনও দেখেনি’: ইরানকে নেতানিয়াহুর হুঁশিয়ারি

‘ইসরাইল এমন শক্তি ব্যবহার করবে যা সে কখনও দেখেনি’: ইরানকে নেতানিয়াহুর হুঁশিয়ারি
প্রকাশিত

এবার ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি দিলো ইসরাইল। আঞ্চলিক উত্তেজনার মধ্যে তেহরান যদি ইসরাইলে আক্রমণ করে তবে ইরানকে এমন শক্তি দিয়ে হামলা চালাবে ইসরাইল, যা সে কখনও চোখে দেখেনি।

ইসরাইলের পার্লামেন্ট নেসেটে, এক ভাষণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সাম্প্রতিক রক্তক্ষয়ী সহিংসতার পর ইরান শান্ত অবস্থায় ফিরে আসায় তেল আবিব তেহরানের উপর নিবিড়ভাবে নজর রাখছে।

নেতানিয়াহু বলেন, ‘যদি তারা ভুল করে এবং আমাদের উপর আক্রমণ করে, তাহলে আমরা এমন শক্তি ব্যবহার করব যা তারা তা কখনও অনুভব করেনি।’

সংবাদ সংস্থা সিনহুয়া-র এক প্রতিবেদন অনুসারে নেতানিয়াহু এমন হুঁশিয়ারি দেন।

ইসরাইলি নেতা সতর্ক করে বলেছেন, ‘কেউ ইরানের ভবিষ্যৎ কী হবে তা বলতে পারবে না। কারণ এটি আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না।’

ইরানে সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভকারীদের উপর রক্তক্ষয়ী দমন-পীড়নের কারণে ইরানের ধর্মতান্ত্রিক সরকারের সাথে যুক্তরাষ্ট্রের অচলাবস্থা তৈরি হয়।

এরপর যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তিচালিত ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নিচ্ছে এমন খবরের মধ্যে এই মন্তব্য করলো ইসরাইল।

তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরমে থাকায়, সোমবার একটি বার্তা সংস্থার বিশ্লেষণ করা জাহাজ-ট্র্যাকিং তথ্যে দেখা গেছে, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী, সেইসাথে অন্যান্য আমেরিকান সামরিক জাহাজ, সিঙ্গাপুর অতিক্রম করার পর মালাক্কা প্রণালীতে এমন একটি পথে অবস্থান করছে যা তাদের মধ্যপ্রাচ্যে নিয়ে যেতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, লিংকন জাহাজটি মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করছে। এই অঞ্চলের পরিসরে পৌঁছানোর জন্য সম্ভবত আরও কয়েক দিন ভ্রমণের প্রয়োজন হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com