খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু
প্রকাশিত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হলেও বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। রোববার (২০ জুলাই) তার কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাসায় বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাবেন। খবর রয়টার্সের।

৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে পরীক্ষায় তার অন্ত্রে প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। চিকিৎসকেরা রক্তনালীর মাধ্যমে তার শরীরে তরল পদার্থ সরবরাহ করছেন।

এক বিবৃতিতে কার্যালয় জানায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন দিন বিশ্রামে থাকবেন নেতানিয়াহু। তবে বাসায় থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০২৩ সালে তার শরীরে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত ডিসেম্বরে মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়লে চিকিৎসকেরা তার প্রোস্টেট অপসারণ করেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com