জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন না মোদি

জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন না মোদি
প্রকাশিত

জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে নিউইয়র্কে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাতিসংঘের সাধারণ বিতর্ক। শুক্রবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত হালনাগাদ তালিকায় দেখা গেছে, ভারতের পক্ষ থেকে জয়শঙ্কর ২৭ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন। এর আগে তালিকায় মোদির নাম ছিল ২৬ সেপ্টেম্বর বক্তব্য দেওয়ার জন্য।

২৬ সেপ্টেম্বর একই অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা। আর প্রথম দিন বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মোদি যুক্তরাষ্ট্র সফর করে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন। তবে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা এবং ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের কারণে দুই দেশের সম্পর্কে শীতলতা দেখা দেয়।

অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্স, কানাডা ও বেলজিয়ামের মতো পশ্চিমা দেশগুলো এ উদ্যোগে এগোতে পারে। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

জাতিসংঘের বক্তাদের তালিকা সবসময় অস্থায়ী থাকে, ফলে অধিবেশন শুরুর আগ পর্যন্ত পরিবর্তনের সম্ভাবনা থাকে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com