ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন

ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন

প্রকাশিত

ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইসরাইল।

শনিবার (২৮ জুন) ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। তবে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে ‘খুব সম্ভবত ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত’ করা হয়েছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি আন্দোলনকে ইসরাইল নৌ ও বিমান অবরোধের হুমকি দিয়েছে। হুতি গোষ্ঠী গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরাইলের উপর আক্রমণ চালিয়ে আসছে। এই আক্রমণ বন্ধ না হলে তাদের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধের হুমকি দেয়া হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে, ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুতিরা, ইসরাইল এবং লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর গুলি চালিয়ে আসছে, যার ফলে বিশ্ব বাণিজ্য ব্যাহত হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হুতিদের উৎক্ষেপিত ডজন ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বেশিরভাগই বাধাগ্রস্ত হয়েছে অথবা ব্যর্থ হয়েছে। জবাবে ইসরাইল ধারাবাহিকভাবে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com