ত্রাণ নিতে যাওয়া আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ত্রাণ নিতে যাওয়া আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
প্রকাশিত

গেল ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে বেশিরভাগই ত্রাণ নিতে গিয়ে দখলদার নেতানিয়াহু বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার (২০ জুলাই) উত্তর গাজার জিকিম ক্রসিং এলাকা, দক্ষিণে রাফাহ এবং খান ইউনিস এলাকায় ত্রাণের জন্য অপেক্ষরত জনতার ওপর ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ৯২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, জিকিমে ইসরাইলি হামলা থেকে প্রাণে বেঁচে যান রাইজেক বেতার। তিনি আহত এক যুবককে হাসপাতালে নিয়ে যেতে সহায়তা করেন।

রাইজেক বেতার বলেন, আমরা এই যুবককে মাটিতে শুয়ে থাকতে দেখেছি। পরে আমার সাইকেলে করেই তাকে হাসপাতালে নিয়ে এসেছি। তিনি আরও বলেন, এখানে কোনো অ্যাম্বুলেন্স নেই, কোনো খাবার নেই, জীবন নেই, আর বেঁচে থাকার উপায় নেই। কোনোমতে টিকে আছি।

এদিকে হামাস, ইসলামিক জিহাদসহ কয়েকটি গোষ্ঠী এক যৌথ বিবৃতিতে অভিযোগ করে বলেছেন, ক্ষুধা, বোমা হামলা আর অবরোধের মাধ্যমে পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে ইসরাইল।

তাদের দাবি, যুক্তরাষ্ট্রের মদদ এবং ইউরোপের নীরবতায় চলা এই মানবিক বিপর্যয় যুদ্ধাপরাধের শামিল। তারা গাজার এমন পরিস্থিতির জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাশাপাশি দোষারোপ করে যুক্তরাষ্ট্রকেও।

অন্যদিকে, গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে জাতিসংঘ সংস্থা প্রধান ফিলিপ লাজারিনি বলেন, গাজায় ক্ষুধা মানুষের তৈরি বিপর্যয়। সীমান্তে তিন মাসের খাদ্য মজুত থাকলেও গত মার্চ থেকে গাজায় ঢুকতে দেয়া হয়নি এক ছিটেফোঁটাও। তার ভাষায় রাজনৈতিক সদিচ্ছার অভাবই এই মানবিক সংকটের মূল কারণ।

গাজার স্বাস্থ্যকর্মীরা বলেন, জ্বালানির অভাবে এরইমধ্যে বহু হাসপাতাল বন্ধ হয়ে গেছে। সংকট আরও ভয়াবহ রূপ নিতে চলেছে বলে সতর্ক করছেন চিকিৎসকরা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com