

ক্যারিবিয়ান প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক চোরাচালানকারী জাহাজের ওপর মার্কিন সামরিক হামলার পর স্থলে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘কথিত মাদক-সন্ত্রাসীদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জন্য যুদ্ধ ঘোষণার প্রয়োজন নেই এবং কংগ্রেসকে অভিযান সম্পর্কে অবহিত করা হলেও, ক্যারিবিয়ান সাগর এবং প্রশান্ত মহাসাগরে স্থলে হামলা চালানো হবে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি না যে আমরা যুদ্ধ ঘোষণার জন্য অনুরোধ করব। আমরা কেবল সেইসব লোকদের হত্যা করব যারা আমাদের দেশে মাদক নিয়ে আসছে। ঠিক আছে? আমরা তাদের হত্যা করব।’
এখন মাদক স্থলপথে আসছে বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত সেপ্টেম্বরের শুরু থেকে মার্কিন সামরিক বাহিনী ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কমপক্ষে নয়টি জাহাজে হামলা চালিয়েছে, যেখানে কমপক্ষে নিহত হয়েছে ৩৭ জন।
ওই হামলাগুলোকে “মাদক-সন্ত্রাসীদের” বিরুদ্ধে সামরিক অভিযান হিসেবে অভিহিত করেছে ওয়াশিংটন। তথাকথিত লাতিন আমেরিকান মাদক কার্টেলদের বিরুদ্ধে ওয়াশিংটনের তীব্রতর অভিযানের ফলে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর জাহাজ, এফ-৩৫ যুদ্ধবিমান একটি পারমাণবিক সাবমেরিন এবং হাজার হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার নেতাদের বিরুদ্ধেও ওয়াশিংটন বাকবিতণ্ডা বাড়িয়েছে। কারাকাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট বোগোটায় গুস্তাভো পেট্রোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে ভেনেজুয়েলার অভিযোগ, প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে কার্টেল-বিরোধী অভিযান শুরু করেছে মার্কিন প্রশাসন। বুধবার মাদুরো বলেন, তার সশস্ত্র বাহিনীর কাছে যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ মোকাবিলা করার জন্য পাঁচ হাজার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য রুশ ক্ষেপণাস্ত্র রয়েছে।
এদিকে এএফপি জানিয়েছে, বুধবার ভেনেজুয়েলার উপকূলে কমপক্ষে একটি মার্কিন বি-১বি বোমারু বিমান ক্যারিবিয়ান সাগরের ওপর দিয়ে উড়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটার তথ্য অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানশক্তি প্রদর্শন। যদিও এ বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি এ তথ্যকে মিথ্যা বলে উড়িয়ে দেন।
এর আগে গত সপ্তাহে, যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান ভেনেজুয়েলার উপকূলে কয়েক ঘণ্টা ধরে অভিযান চালায়। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘এখন পুরো বিশ্বের কাছে স্পষ্ট হওয়া উচিত মাদক কার্টেল পশ্চিম গোলার্ধের আইএসআইএল।’