৫০০ ড্রোন ও ৪০ মিসাইল দিয়ে কিয়েভে ভয়াবহ হামলা: জেলেনস্কি

৫০০ ড্রোন ও ৪০ মিসাইল দিয়ে কিয়েভে ভয়াবহ হামলা: জেলেনস্কি
প্রকাশিত

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রাশিয়া রাতভর প্রায় ৫০০টি ড্রোন ও ৪০টি মিসাইল নিক্ষেপ করেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেও হামলা অব্যাহত রয়েছে। এ ঘটনায় চারজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। এসব তথ্য জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর সিএনএনের

সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ আক্রমণ বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, হামলায় কিঞ্জাল নামের শক্তিশালী ক্রুজ মিসাইলও ব্যবহার করেছে রাশিয়া। এই ঘৃণ্য হামলাটি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার সময়েই চালানো হয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, এভাবেই রাশিয়া তাদের আসল অবস্থান প্রকাশ করছে।

এদিকে কিয়েভে বোমাবর্ষণের মধ্যেই পোল্যান্ড তার আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। সাম্প্রতিক সময়ে দেশটিতে রুশ ড্রোন আক্রমণের পর থেকেই সতর্ক অবস্থায় রয়েছে পোল্যান্ডের সামরিক বাহিনী। পোলিশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘এই পদক্ষেপগুলো প্রতিরোধমূলক প্রকৃতির, যা আকাশসীমা ও নাগরিকদের সুরক্ষার জন্য নেয়া হয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রুশ ড্রোন ও মিসাইল হামলার কারণে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সারাদেশে বিমান হামলার সতর্কতা জারি ছিল। রোববার সকালে রাজধানী কিয়েভের আকাশে বিস্ফোরণের ধোঁয়া ভাসতে দেখা যায়।

ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আন্দ্রি ইয়েরমাক টেলিগ্রামে এক পোস্টে জানান, আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হয়েছে। তিনি রুশ আক্রমণকে “নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ” বলে আখ্যা দেন।

কিয়েভে নিহতদের মধ্যে একজন ১২ বছর বয়সী এক কন্যাশিশুও রয়েছে বলে জানিয়েছেন শহরের সামরিক প্রশাসনের প্রধান টিমুর তকাচেঙ্কো। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে এক পোস্টে বলেন, ধ্বংসাবশেষের আঘাতে শহরের একটি পাঁচতলা ভবনের আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া একটি ব্যক্তিগত বাড়ি ও একটি কিন্ডারগার্টেনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com