অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভের ঝড়

অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভের ঝড়
প্রকাশিত

অভিবাসনবিরোধী অভিযানের জেরে বিক্ষোভে রীতিমতো উত্তাল রূপ ধারণ করেছে যুক্তরাষ্ট্রের বেশকিছু শহর। শনিবার (৪ অক্টোবর) শিকাগো ও পোর্টল্যান্ডে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এসময় গোলাগুলির ঘটনাও ঘটে। টেনেসি রাজ্যের মেমফিস শহরে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রতিবাদে ছড়ায় ক্ষোভ। এ পরিস্থিতিতে, পোর্টল্যান্ডে আপাতত ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিতের নির্দেশ দিয়েছে দেশটির ফেডারেল আদালত।

এদিন, ইলিনয় অঙ্গরাজ্যের শহর শিকাগোয় পরিস্থিতি অনেকটা এমন— বল প্রয়োগ করেও পরিস্থিতির লাগাম টানতে পারছে না নিরাপত্তা বাহিনী। বাধ্য হয়েই কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে ঘন ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে ওঠে। দেখা যায় শহরের রাস্তায় বিক্ষুব্ধ মানুষের লোকারণ্য।

অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে, সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত বর্ডার পেট্রোল এজেন্ট মোতায়েনের ঘটনায় ছড়ায় উত্তেজনা। বিক্ষোভকারীদের দমনে পিপার স্প্রে ও রাবার বুলেটও নিক্ষেপ করার ঘটনা ঘটে। দিনের শুরুতেই বর্ডার পেট্রোলের সদস্যের গুলিতে আহত হন এক নারী। এতে, কয়েকগুণ বাড়ে ক্ষোভের মাত্রা।

বিক্ষোভে আসা একজন বলেন, আজ একজনের ওপর গুলি চালিয়েছে আইস। এ সহিংসতার ব্যাপারে তদন্তের দাবি জানাচ্ছি আমরা। তারা কেবল শহরে বিশৃঙ্খলা বাড়াচ্ছে, যা কাউকে নিরাপদ করছে না। কয়েক দিন আগের অভিযানেও অনেক নির্দোষ মানুষকে টার্গেট করা হয়েছে।

টেনেসি রাজ্যেও রাস্তায় নামে শত শত মানুষ। মেমফিস শহরে ন্যাশনাল গার্ড এবং অন্যান্য ফেডারেল সংস্থার সদস্যদের মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধেও ছিলো নানা স্লোগান।

পোর্টল্যান্ডে মার্কিন প্রেসিডেন্টের ফেডারেল সহায়তা পর্যালোচনার সিদ্ধান্তে শহরজুড়ে ছড়ায় ক্ষোভ। সেখানে, সরকার বিরোধীদের শিক্ষা দিতেই নেয়া হয় এ সিদ্ধান্ত। আইস কার্যালয়ের কাছেই নিরাপত্তা বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা।

অন্যদিকে, পোর্টল্যান্ডে ২০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন থেকে ট্রাম্প প্রশাসনকে আপাতত বিরত থাকার নির্দেশ দিয়েছে ফেডারেল আদালত।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com