পুতিন, শি এবং কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: ট্রাম্প

পুতিন, শি এবং কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: ট্রাম্প
প্রকাশিত

বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজ দেখার জন্য জড়ো হওয়া রাশিয়া এবং উত্তর কোরিয়ার নেতারা ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র’ করছে অভিযোগ তুলে, এর তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনের নেতা শি জিনপিং এই কুচকাওয়াজের আয়োজন করেন, যেখানে চীনের নতুন অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করা হয় - যার মধ্যে একটি লেজারও ছিল, যা ইলেকট্রনিক্স এমনকি ‘ব্লাইন্ড অন্ধ পাইলটদেরও’ পুড়িয়ে দিতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

ডি৫-৫সি ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি স্থল-ভিত্তিক মানবহীন যুদ্ধ ব্যবস্থাসহ আরও বিভিন্ন ধরনের অস্ত্র প্রদর্শন করেছে চীন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং সনাক্তকরণ এড়াতে পারে এমন সাবমেরিনও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

শি জিনপিংয়ের অতিথিদের মধ্যে ছিলেন ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উন, যারা কুচকাওয়াজ দেখার জন্য ঐতিহাসিক তিয়ানানমেন গেটে উপস্থিত হন। কুচকাওয়াজের সূচনা করে, শি জিনপিং সতর্ক করে বলেন, বিশ্ব এখনও ‘শান্তি অথবা যুদ্ধের বিকল্পের মুখোমুখি’। পরে তিনি বলেন, চীন ‘অপ্রতিরোধ্য’।

তবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে চীনের এই সমাবেশের নিন্দা জানান ট্রাম্প। শি জিনপিং-এর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যেহেতু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাবেন।’

‘প্রেসিডেন্ট শি এবং চীনের অসাধারণ জনগণের উদযাপনের একটি মহান এবং দীর্ঘস্থায়ী দিন কাটুক’, লিখে নিজের বার্তা শেষ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, ট্রাম্পের অভিযোগের জবাব দিয়েছে রাশিয়া।

ক্রেমলিনের পররাষ্ট্র নীতি-বিষয়ক সহকারী ইউরি উশাকভ ট্রাম্পের বার্তার জবাবে বলেছেন, ‘আমি বলতে চাই, কেউ ষড়যন্ত্র করেনি, কেউ কোনো ষড়যন্ত্র করছে না। কারও এমন চিন্তাভাবনাও ছিল না - এই তিন নেতার (শি, পুতিন, কিম) কারোই এমন চিন্তাভাবনা ছিল না।’

সূত্র: ডেইলি মেইল

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com