নোবেল পেতে চাইলে যুদ্ধ থামান’: ম্যাক্রোঁ

নোবেল পেতে চাইলে যুদ্ধ থামান’: ম্যাক্রোঁ
প্রকাশিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি নোবেল শান্তি পুরস্কার পেতে চান, তবে তাকে গাজায় চলমান যুদ্ধ থামাতে হবে বলে মন্তব্য করেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি এই মন্তব্য করেছেন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সাক্ষাৎকারে।

ম্যাক্রোঁ সাক্ষাৎকারে বলেন, ‘আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখছি যিনি সক্রিয়, শান্তি চান এবং নোবেল শান্তি পুরস্কারও চান। কিন্তু এই পুরস্কার সম্ভব হবে তখনই, যখন আপনি এই যুদ্ধ থামাতে পারবেন।’ তিনি সরাসরি ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, ইসরায়েলের ওপর চাপ তৈরি করে গাজায় সামরিক অভিযান বন্ধ করাতে হবে এবং হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির জন্য উদ্যোগ নিতে হবে।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে কোনো অবস্থাতেই হামাসকে পুরস্কৃত করা বলা যাবে না। বরং এটা ফিলিস্তিনি সিভিল অ্যাথরিটির অবস্থানকে শক্তিশালী করবে এবং হামাসকে আলাদা করে দেবে—এভাবে দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনা তৈরি করা যাবে।

ম্যাক্রোঁ মন্তব্যটি এমন এক সময়ে করলেন যখন গাজা-ইসরায়েল যুদ্ধ আন্তর্জাতিক কূটনীতিতে সরব বিষয় হয়ে আছে এবং বিভিন্ন দেশের নেতারা যুদ্ধের অবসান ও মানবিক সহায়তা নিয়ে আলাপ-আলোচনা করছেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com