অবিলম্বে নেতানিয়াহুর বিচার বাতিলের আহ্বান ট্রাম্পের

অবিলম্বে নেতানিয়াহুর বিচার বাতিলের আহ্বান ট্রাম্পের
প্রকাশিত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচার অবিলম্বে বাতিল অথবা তাকে পুরোপুরি ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ (২৬ জুন) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নেতানিয়াহু ২০১৯ সাল থেকে ঘুষ, প্রতারণা এবং জনবিশ্বাস ভঙ্গের অভিযোগে অভিযুক্ত এবং ২০২০ সাল থেকে ইসরায়েলের আদালতে তার বিচার চলছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

নেতানিয়াহুর সোমবার ফের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে লেখেন, নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করতে হবে অথবা নিজের দেশকে এত ভালোভাবে সেবা করা মহান বীরকে ক্ষমা করে দিতে হবে।

ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থনের দিকে ইঙ্গিত দিয়ে নেতানিয়াহুকে প্রশংসা করে লিখেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচিয়েছিল, আর এখন যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকেও বাঁচাবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, তেলআবিবে গত তেসরা জুন নেতানিয়াহুর নতুন করে শুরু হওয়া জেরা অন্তত এক বছর চলতে পারে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিচারিক প্রক্রিয়াকে ট্রাম্প কীভাবে প্রভাবিত করার কথা ভাবছে সেটি এখনও স্পষ্ট না।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com