এবার বেলজিয়াম স্বীকৃতি দিলো ফিলিস্তিনকে

এবার বেলজিয়াম স্বীকৃতি দিলো ফিলিস্তিনকে
প্রকাশিত

বেলজিয়াম সরকার ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বের্ত দি ওয়েভার।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত একটি বৈশ্বিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।

বৈশ্বিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে এবং জাতিসংঘ সদর দপ্তরে আয়োজন করা হয়। এতে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) নীতির বাস্তবায়ন ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সম্মেলনে ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। বেলজিয়ামও তাদের মধ্যে অন্যতম।

প্রধানমন্ত্রী বের্ত দি ওয়েভার জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি ঠিকই, কিন্তু এখনই তা কার্যকর হচ্ছে না। আপাতত ফিলিস্তিনে বেলজিয়ামের দূতাবাস স্থাপন করা হচ্ছে না। স্বীকৃতি কার্যকর করতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কয়েকজন মন্ত্রী বলেছেন, ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। আমরা মনে করি, এটি ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের ওপর আঘাত। একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ফিলিস্তিনিদের প্রাপ্য। এই কারণে বেলজিয়ান সরকার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

প্রধানমন্ত্রী জানান, আমাদের এ পদক্ষেপের কারণে হামাস উপকৃত হবে এমন মনে করার কোনো কারণ নেই। এই স্বীকৃতি তখনই কার্যকর হবে যখন হামাস সব জিম্মিকে মুক্তি দেবে, অস্ত্র সমর্পণ করবে এবং গাজার প্রশাসন থেকে নিজেকে বিচ্ছিন্ন করবে।

সূত্র -টাইমস অব ইসরাইল

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com