নাইজেরিয়ায় সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের

নাইজেরিয়ায় সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের
প্রকাশিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নাইজেরিয়ায় খ্রিষ্টানদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র সে দেশে সেনা পাঠাতে পারে বা বিমান হামলা চালাতে পারে।

রোববার (২ নভেম্বর) ফ্লোরিডায় সপ্তাহান্তের ছুটি শেষে ওয়াশিংটনে ফেরার পথে প্রেসিডেন্ট বিমানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হতে পারে। আমি অনেক বিকল্প ভাবছি। নাইজেরিয়ায় রেকর্ড সংখ্যায় খ্রিষ্টানদের হত্যা করা হচ্ছে। আমরা এটা চলতে দেব না।’

ট্রাম্প আরও বলেন, ‘ওরা খ্রিষ্টানদের হত্যা করছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে। এটা আমরা আর সহ্য করব না।’

এর আগের দিন, শনিবার, তিনি সতর্ক করে বলেন— নাইজেরিয়া যদি খ্রিষ্টানদের ওপর হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপ না নেয়, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে পারে।

এই মন্তব্যের একদিন আগে ট্রাম্প প্রশাসন নাইজেরিয়াকে আবারও যুক্তরাষ্ট্রের ‘বিশেষ উদ্বেগের দেশ’ তালিকায় যুক্ত করেছে। এই তালিকায় রয়েছে এমন দেশগুলো, যেখানে ধর্মীয় স্বাধীনতা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়। অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তান।

সূত্র: রয়টার্স

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com