নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে ট্রুডোর বৈঠক

নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে ট্রুডোর বৈঠক

বৈঠকে কানাডার প্রধানমন্ত্রীকে বাংলাদেশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্র ও তরুণদের আঁকা দেয়ালচিত্রের বই ‘দ্য আর্ট অফ ট্রায়াম্ফ’ উপহার দেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রকাশিত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেসনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত বৈঠকে দুই নেতা বাংলাদেশ-কানাডা সম্পর্ককে দৃঢ়করণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বাংলাদেশের তরুণ-যুবাদের সমর্থন করার নানা উপায় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করায় ড. ইউনূসের প্রশংসা করেন ট্রুডো। সেই সঙ্গে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণে সহায়তা করার জন্য কানাডার আগ্রহের কথা ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কীভাবে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। 

সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের জন্য কানাডা সরকারের প্রশংসা করেন তিনি। বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বেশি বেশি ভিসা দেয়ার জন্য আবেদন জানান।

বৈঠকে কানাডার প্রধানমন্ত্রীকে বাংলাদেশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্র ও তরুণদের আঁকা দেয়ালচিত্রের বই ‘দ্য আর্ট অফ ট্রায়াম্ফ’ উপহার দেন ড. ইউনূস।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে দেশ ছাড়েন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার মাধ্যমে তার কর্মসূচী শুরু হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ড. ইউনূস বিশ্বের বিশিষ্ট নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনেও যোগ দেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল ওয়ান টু ওয়ান বৈঠকে অংশ নেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com