ইরানি জাতিকে দেশদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে: খামেনি

ইরানি জাতিকে দেশদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে: খামেনি
প্রকাশিত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির ধর্মীয় শাসনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে আজ শনিবার এক ভাষণে খামেনি বলেন, 'আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না, কিন্তু আমরা অভ্যন্তরীণ অপরাধীদের ছাড় দেবো না। আর তাদের চেয়েও খারাপ আন্তর্জাতিক অপরাধীদেরও ছাড় দেওয়া হবে না।'

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বিক্ষোভের প্রেক্ষাপটে নিরাপত্তা বাহিনীর অভিযানের পর এই বক্তব্য দেন খামেনি।

খামেনি আরও বলেন, 'ইরানি জাতিকে অবশ্যই দেশদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে, যেমনটি তারা আগেও করেছে।'

আল খামেনি ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে বলেছেন, 'এটি যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র। তারা চায় ইরানকে গিলে খেতে। সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অবদমিত করে রাখতে।'

ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগের মধ্যেই সর্বোচ্চ নেতার এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে জানিয়েছে এএফপি।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স শনিবার মানবাধিকারকর্মীদের বরাতে জানিয়েছে, ইরানের দেশব্যাপী বিক্ষোভে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। 

আট দিনে বন্ধ রাখার পর ইরানে ইন্টারনেট কার্যক্রমে খুব সামান্য লক্ষ্য করা গেছে বলেও জানিয়েছে রয়টার্স।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com